চট্টগ্রাম : নগরের লালদিঘী মাঠে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি মিলবে কিনা জানা যাবে শুক্রবার (২৬ অক্টোবর) সকালে। বৃহস্প্রতিবার এ প্রসংগে চট্টগ্রাম ঐক্যফ্রন্টের নেতারা দেখা করতে গেলে এ কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
দলীয় সুত্র জানিয়েছে, আগামী ২৭ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশের জন্য মাঠ কর্তৃপক্ষ (সরকারী মুসলিম হাইস্কুল) অনুমতি দিয়েছে। আজ (বৃহস্পতিবার) সমাবেশের অনুমতি প্রসংগে পুলিশ কমিশনারের সাথে নেতৃবৃন্দরা সাক্ষাত করেছেন। পুলিশ কমিশনার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাবেশের অনুমতি প্রসংগে আগামীকাল (শুক্রবার) জানাবেন হবে বলে নেতৃবৃন্দকে জানিয়েছেন।
এর আগেও নগর বিএনপি লালদিঘী মাঠে সমাবেশ করার অনুমতি চাইলে সিএমপি কমিশনার মাঠ ব্যবহারের অনুমতির দায়িত্ব শুধু মাঠ কতৃপক্ষ (মুসলিম হাইস্কুল) দিতে পারে বলেছিলেন। যদি কতৃপক্ষ মাঠ ব্যবহারের অনুমতি না দেয় তাহলে অনুমতি দেওয়া প্রসংগে আমাদের করণীয় কিছুই নাই।
ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশীদ, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, নগর গণফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম, নাগরিক ঐক্য সভাপতি সোহরাব হোসেন, জাসদ নেতা গোলাম জিলানী চৌধুরী প্রমুখ।
একুশে/এসসি
