নিরাপত্তা নিয়ে এখনই মন্তব্য নয়- ইংল্যান্ডের পর্যবেক্ষক দল

ekusheyচট্টগ্রাম: নিরাপত্তা সুবিধা পর্যবেক্ষনে চট্টগ্রামে ব্যস্ত সময় পার করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন, সকাল ১১টায় পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক, এরপর এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন শেষে হোটেল রেডিসন ব্লু পরিদর্শন করে দলটি।

এই তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- ইসিবির নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার। তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ছিল। তারা হলেন- বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন, বোর্ড পরিচালক এইচ আই মল্লিক, অপারেশন ম্যানেজার সাব্বির আহমেদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহফুজ আনাম।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করার জন্য ইসিবির তিন সদস্যের দলটি চট্টগ্রামে আসে। আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করেছি। চট্টগ্রামের নিরাপত্তা নিয়ে দলটি সন্তুষ্টি প্রকাশ করেছে।

এদিকে সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার সাংবাদিকদের বলেন, সরকার ও নিরাপত্তা বাহিনী থেকে ভালো সহযোগিতা পেয়েছি। তবে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। দেশে ফিরে গিয়ে বাংলাদেশের নিরাপত্তার বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে তা আমাদের সরকারকে দেবো।

ইংল্যান্ড টিমের সফর সম্পর্কে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, আমাদের আয়োজনের সবগুলো দিক তাদের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়া নিরাপত্তা আয়োজনের বিষয়ে তাদের আরো কোন চাওয়া থাকলে তা পূরণ করারও আশ্ব্াস দেয়া হয়েছে। আমরা আশা করছি, ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে।