২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্প্রিন্ট ডাবল জয়ের পর উসাইন বোল্ট নিজেকে ‘কিংবদন্তি’ বলে ঘোষণা করেছিলেন। রিও ডে জেনেইরোতে টানা তৃতীয়বার ইভেন্ট দুটি জেতার পর নিজেকে ‘সবার সেরা’ বললেন জ্যামাইকার এই গতিতারকা।
রিও অলিম্পিকের ত্রয়োদশ দিনে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে সাতটায় ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার স্প্রিন্টের সোনা জেতেন ২৯ বছর বয়সী বোল্ট। এর আগে রিওতে ১০০ মিটার সোনা জেতা এই তারকার স্প্রিন্টে অলিম্পিক সোনার সংখ্যা হলো আটটি।
টানা তিন অলিম্পিকে স্প্রিন্টের দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতা প্রথম অ্যাথলেট হয়ে যাওয়া বোল্ট বলেন, আসলে আমার আর কিছু করার নেই। আমি বিশ্বের কাছে প্রমাণ করেছি যে আমি সবার সেরা এবং এই কারণেই আমি এখানে এসেছি আর আমি এটাই করছি। এই কারণেই অনেক বছর ধরে আমি পরিশ্রম করেছি। আমি সেরা হতে, খ্যাতনামাদের মধ্যে থাকতে পরিশ্রম করেছি।
এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর অলিম্পিক মিলিয়ে জেতা সাতটি ২০০ মিটার দৌড়ের মধ্যে এটাই ছিল সবচেয়ে ধীর গতির। তিনি বলেন, আমি জানতাম রেকর্ড ভাঙাটা কঠিন হবে কারণ আমি যখন বাঁকটায় এলাম আমার পা দুটি সিদ্ধান্ত নিয়েছে, ‘এখন শোন, আমরা আরও জোরে দৌড়াচ্ছি না।’ তাই আমি পুরো খুশি ছিলাম না; কিন্তু আমি খুশি যে সোনার পদকটি পেয়েছি।
রবিবার ৩০ বছরে পা রাখতে যাওয়া বোল্ট নিশ্চিত করেছেন, এটাই তার শেষ অলিম্পিক। ৪*১০০ মিটার রিলেতে টানা তৃতীয়বারের মতো জ্যামাইকাকে সোনা জেতাতে পারলে ট্রিপল-ট্রিপল পূর্ণ হবে বোল্টের। ফিনল্যান্ডের মাঝারি ও দূরপাল্লার দৌড়বিদ পাভো নুর্মি আর যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার কার্ল লুইসের অ্যাথলেটিক্সে সর্বোচ্চ ৯টি সোনা জয়ের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন তিনি। বিবিসি।
