
ছবি আকমাল হোসেন
ক্রীড়া প্রতিবেদক, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকেঃ তৃতীয় ম্যাচেও টসের ভাগ্য সুপ্রসন্ন হলো টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সপ্তম ওয়ানডে। শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ফিল্ডিং।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার তৃতীয় ওয়ানডে শুরু হবে বেলা আড়াইটায়।
এদিকে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ‘হোয়াইট ওয়াশের’ হাতছানি বাংলাদেশের।টানা দুই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজিরে তৃতীয় ওয়ানডেতে লক্ষ্য হোয়াইট ওয়াশ। এর আগে সর্বশেষ, ২০১৪ সালে ৫ ম্যাচের সিরিজে অতিথিদের হোয়াইটওয়াশড করেছিল বাংলাদেশ।পরের বছর ৩ ম্যাচের সিরিজ জিতেছিল ৩-০ ব্যবধানে।এদিকে বাঁচা-মরার ম্যাচে জিতে সান্ত্বনার জয় চায় স্বাগতিক জিম্বাবুয়ে।
একুশে পত্রিকা/আরএইচ
