
রাকীব হামিদ, জনসভা থেকে : একের পর এক মামলা হচ্ছে। আর আটক হয়ে কারাবন্দি হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। চট্টগ্রামেও বিএনপির একই হাল। কারাবন্দি এসব নেতাদের মুক্তির দাবি জানিয়ে ব্যানারে ছেয়ে গেছে চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা।
যেদিকে চোখ যায় সেদিকে শুধু ব্যানার আর পোস্টার। এতসব ব্যানারের অাধিক্যে সমাবেশ আগত মাঝবয়সী এক লোক বলে উঠেন, জনসভা নয়, মূলত এ যেন ব্যানারপ্রদর্শনী। আরেকজন বললেন, এটাকে ব্যানারের মেলা বললেও ভুল হবে না।
এসব ব্যানারে পদ-পদবী উল্লেখ করে কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে অনুসারীদের পক্ষ থেকে।
মহানগর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হাটহাজারী থেকে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী ব্যারিস্টার শাকিলা ফারজানার ব্যানারই জনসভায় সবচেয়ে বেশি চোখে পড়ে।
এর মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী, আসলাম চৌধুরী ও বক্কর-শামীমের নিঃশর্ত মুক্তি এবং ডা. শাহাদাত ও শাকিলার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে এসব ব্যানারে। আসলাম চৌধুরী গত প্রায় আড়াই বছর ধরে কারান্তরীন আছেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী ২২ অক্টোবর নগরের কোতোয়ালী থানার একটি আইসিটি মামলায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান।
একুশে/আরএইচ/এটি
ছবি : আকমাল হোসেন
