আজকের আ.লীগ লুটপাটের আ.লীগ : সুলতান মনসুর

রাকীব হামিদ, জনসভা থেকে : সাবেক ডাকসু ভিপি এবং ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, সরকার ভীতসন্ত্রস্ত। চট্টগ্রামের সমাবেশ তারই প্রমাণ। লালদীঘিতে সমাবেশ হলে সরকারের পতনের ভয় ছিল।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় তিনি এই কথা বলেন।

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, জিয়া ২৭ মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ২৬ মার্চ বঙ্গবন্ধু দিয়েছেন। ইতিহাস বিকৃত করে লাভ নেই। জাতীয় ঐক্যে গণতন্ত্রের জন্য। মানুষের ঘরে ঘরে ঐক্য। অন্তরে অন্তরে ঐক্যের জন্যে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আ.লীগের সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, ১২ বছর আগে নিরেপক্ষ নির্বাচনের দাবি চট্টগ্রামের লালদীঘিতে দিয়েছিলেন শেখ হাসিনা। তখন তার সাথে আমিও ছিলাম। ১২ বছর পর একই দাবি আমরাও দিচ্ছি। কিন্তু আপনাদের কীসের এতো ভয়। ডাল মে কুচ কালা হ্যায়। উন্নয়ন করলে নিরেপক্ষ নির্বাচন দেন৷ জাতি আপনাদের ভোট দিবে।

এসময় আজকের আওয়ামী লীগকে লুটপাটের আওয়ামী লীগ বলে মন্তব্য করেন সুলতান মোহাম্মদ মনসুর।

একুশে/আরএইচ/এটিছবি : আকমাল হোসেন