ঐক্যফ্রন্টের একটাই স্লোগান গদি ছাড়ো : মান্না

চট্টগ্রাম : নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঐক্যফ্রন্টের একটাই স্লোগান, গদি ছাড়ো। আর সে গদি কীভাবে ছাড়াতে হয় তা ঐক্যফ্রন্ট জানে।

শনিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগরী বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকসুর সাবেক ভিপি মান্না চট্টগ্রামে মেয়র নির্বাচনের সময় ভোট কেন্দ্র পাহারা দেয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ব্যালট ছিনতাইয়ের আশংকায় বিএনপির নেতারা সেসময় রাতভর ভোট কেন্দ্র পাহারা দিয়েছিল। আবার সেই পাহারা দেয়ার সময় এসেছে৷

বর্তমান সরকারের অধীনে ঐক্যফ্রন্ট নির্বাচনে না যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্টে আমাদের সকলের চিন্তা এক না। কিন্তু লক্ষ্য এক। সে লক্ষ্য হল-আওয়ামী সরকারের পতন। তোমাদের (সরকারের) অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। তারা বলেছে, আমাদের ৭ দফা দাবি মানবে না। আমরা বলছি দাবি মানতেই হবে। সবাই জাতীয় ঐক্যফ্রন্টে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে৷

একুশে/আরএ্ইচ/এসসি