চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টায় চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, উপ-উপাচার্য শিরীণ আখতার ও বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ব্যবসায় প্রশাসন অনুষদে পরিক্ষার হল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য বলেন, এই প্রথমবারের মতো আমরা নিজেদের অটোমেশন পদ্ধতিতে ভর্তিকার্যক্রম পরিচালনা করছি। অটোমেশন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ নির্ভুল ভর্তিপ্রক্রিয়া পরিচালিত হয়েছে; তিনি বলেন।
তিনি আরও বলেল, অভিভাবকদের হয়রানি ও যোগাযোগের সমস্যার সম্মুখীন না হতে এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুই শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রশ্নঁফাস ও ক্যাম্পাসের নিরাপত্তার জন্য এবার সর্বাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে ভর্তিপরীক্ষা উপলক্ষ্যে ক্যাম্পাসে যে কোনো ধরনের নোট ও শীট বিক্রি নিষিদ্ধ করা হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় দিব্যি চলছে শতভাগ কমনের নিশ্চয়তা দিয়ে নোট বুক, শীট বিকিকিনি।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কের কয়েকটি যাত্রী ছাউনিতে পসরা সাজিয়ে কিছুটা গোপন এবং কিছুটা প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে নোট বুক ও শীট। প্রতিটি শীট ও নোট বিক্রি করা হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। এসময় বিক্রেতারা শতভাগ কমনের নিশ্চয়তা দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ভর্তি চলাকালীন সময় নোট বুক বিক্রি নিষিদ্ধ। আমরা এখনই ব্যবস্থা নিব। পরবর্তীতে বেলা ২’টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী শীট বিক্রি অবস্থায় দুই কলেজ শিক্ষার্থীর আইডি কার্ড জব্দ করেন।
এদিকে বেলা ১২টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভাড়া জালিয়াতির জন্য ৬ জন বহিরাগতকে আটক করে পুলিশ।
শিক্ষার্থীরা একুশে পত্রিকাকে জানান, ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। তবে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় করছে বাস, সিএনজি ও রিক্সা চালকরা।
প্রসঙ্গত, আগামীকাল রবিবার ডি-ইউনিটের দুই শিফটে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।
একুশে/আইএস/এসসি
