
নিজস্ব প্রতিবেদক : লালদীঘিতে জনসভা করতে না দেয়ার সমালোচনা করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেন, লালদীঘি কারো পৈতৃক সম্পত্তি নয়। আগামীতে লালদীঘিতেই জনসভা হবে। অনুমতি দেয়া হোক বা না হোক।
শনিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল হোসেন বলেন ‘লালদীঘিতে জনসভা করতে না দেয়ায় এই ছোট জায়গায় সবাইকে কষ্ট করতে হচ্ছে। ছোট মঞ্চে বসতে হয়েছে নেতাদের। এটা অসাংবিধানিক।’
এসময় তিনি জনসভায় চার ঘণ্টা দাঁড়িয়ে মানুষের কষ্ট করতে হয়েছে বলে জানান। এসবের ছবি তুলে তাকে দেয়ারও অনুরোধ করেন উপস্থিত ফটো সাংবাদিকদের। যাতে তিনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন।
এই সরকারকে শপথ ভঙ্গকারী উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, সংবিধানের আলোকে শপথ নিয়েছে এই সরকার। কিন্তু তারা সকাল-বিকাল শপথ ভঙ্গ করছেন। জনতা ক্ষমতার মালিক। তারা এসবের বিচার করবে। এসময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নেয়ার জোর দাবি জানান।
এদিকে তার বক্তব্যের শেষ দিকে পাশ থেকে এক নেতা খালেদা জিয়ার মুক্তি চাই-এ দাবিতে তাকে কিছু বলার অনুরোধ করেন। এসময় তিনি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন, মুক্তি চাওয়ার তো কিছু নেই৷ মুক্ত করতে হবে। এটা তো মুক্তি দেয়ার বিষয়।
একুশে/আরএইচ/এসসি
