জনসভা সফল না হওয়ার জন্যই খসরু, শামীম, বক্করকে গ্রেপ্তার : ফখরুল

চট্টগ্রাম :  চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা সফল না হওয়ার জন্য আমীর খসরু, শামীম ও বক্করকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ অক্টোবর) নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমেদ সড়কে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় জনসভায় এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ড. কামাল হোসেন জাতির অভিভাবক হিসেবে ঐক্যফ্রন্টের মাধ্যমে সাত দফা দাবি আদায়ের জন্য সামনে এসেছেন। সরকার এখন ভয়ে আমাদের সমাবেশ করতে দিচ্ছে না। জনগণ আর নৌকায় উঠবে না। মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে আমাদের এই নতুন লড়াই। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা সাত দফা দাবি আদায় করে ঘরে ফিরবো।

নির্বাচন সামনে রেখে সাত দফা দাবি আদায়ে সিলেটের পর চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়।

লালদিঘী ময়দানে আজকের সমাবেশ করার কথা থাকলেও পঁচিশ শর্তে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেয় নগর পুলিশ।

একুশে/এসসি