কাদের সিদ্দিকীর বাসায় ড. কামাল!

ঢাকা : বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যাচ্ছেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ আরও কয়েকজন আসার কথা জানিয়েছন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী।

বুধবার (৩১ অক্টোবর) রাতে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় কামাল হোসেনের যাওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে কাদের সিদ্দিকীর বাসায় তার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ড. কামাল হোসেন রাতে আমার বাসায় ডিনার করতে আসবেন।’

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বলেন, ‘রাত ৮টা সাড়ে ৮টার দিকে ড. কামাল হোসেনসহ আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যাব। তিনি আমাদের রাতের খাবারের দাওয়াত দিয়েছেন।’

একুশে/এসসি