দেশে প্রচলিত সকল খেলার আয়োজন করবে সিজেকেএস

চট্টগ্রাম: দেশে প্রচলিত সকল খেলার টুর্নামেন্ট চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার রাতে চিটাগং ক্লাবে সিজেকেএসের রোলার স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আ জ ম নাছির উদ্দিন এ সময় বলেন, রোলার স্কেটিং ইভেন্ট চট্টগ্রামে কম পরিচিত ইভেন্ট। জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রোলার স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প। ২৪-২৮ আগস্ট সিজেকেএস’র জিমন্যাশিয়ামে এ ক্যাম্পে ১৩-১৬ বছরের খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু রোলার স্কেটিং নয়; চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দেশে প্রচলিত সকল ধরণের খেলার আয়োজন একের পর এক করে যাবে। সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিযোগীতায় অংশগ্রহনের মনোভাব তৈরীতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- সিজেকেএস রোলার স্কেটিং কমিটির চেয়ারম্যান অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস সহসভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস রোলার স্কেটিং কমিটির ভাইস চেয়ারম্যান ডেরিক রেনডলফ প্রমুখ।