মেয়রের আশ্বাসে স্থগিত প্রাইম মুভার ট্রেইলর মালিক-শ্রমিকদের কর্মবিরতি

চট্টগ্রাম: সাত দফা দাবিতে প্রাইম মুভার ট্রেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে কর্মবিরতি পালনের পর বিকেলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছ থেকে দাবি মানার আশ্বাস পেয়ে কর্মসূচী স্থগিতের ঘোষণা আসে।

এদিকে সোমবার সকাল ৮টায় কর্মবিরতি শুরুর পর থেকে পরিষদের অধীনে থাকা প্রায় সাত হাজার প্রাইম মুভার বিকেল পর্যন্ত চলেনি। ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেওয়ার কাজে অচলাবস্থার সৃষ্টি হয়।

প্রাইম মুভার ট্রেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা বলেন, সাত দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, বন্দর চেয়ারম্যান ও পুলিশ কমিশনারের সঙ্গে একাধিকবার আলোচনা করার পরও কোন সমাধান হয়নি। তাই সোমবার সকাল থেকে আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। এরপর বিকালে এক বৈঠকে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। এরপর একমাসের জন্য কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত সিটি করপোরেশনের কর ৫০০ টাকা থেকে এক লাফে ১০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত বাতিল, বন্দর এলাকায় প্রাইম মুভার টার্মিনাল নির্মাণ, প্রাইম মুভার টেইলর একই রেজিস্ট্রেশনের আওতায় আনতে বিআরটিএ আইন সংশোধন, ওভারলোড নিয়ন্ত্রণের নামে সারা দেশে স্কেলে চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন প্রাইম মুভার টেইলর মালিক-শ্রমিকরা।