চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার ফিশারিঘাট এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় পিকআপ চালক মোঃ আব্দুল্লাহকে (২২) গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে পিকআপটিতে তল্লাশি চালানো হয়।

আবদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকার আলী হোসেনের ছেলে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে আনা হয়। এ ঘটনায় গ্রেফতার আবদুল্লাহ’র বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।