
ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টকে আগামীকাল সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (৫ নভেম্বর) দুপুরে ঐক্যফ্রন্ট শরিক বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় থেকে সমাবেশ করার অনুমতি গ্রহণ করেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
প্রতিনিধি দলে থাকা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে সাত দফা দাবির মধ্যে ছয় নম্বর ছিল লেভেল প্লেইং ফিল্ড। সংলাপে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের এ দাবি মেনে নেন। প্রধানমন্ত্রী বলেছিলেন সভা-সমাবেশ করতে কোন বাধা নেই। তবে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন সভা-সমাবেশ করা যাবে না। মাঠ ভাড়া করে সভা-সমাবেশ করলে আমাদের আপত্তি নেই। সংলাপের পর এবারই প্রথম ঐক্যফ্রন্ট সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশ করার অনুমতি পেল।
একুশে/এসসি
