সীতাকুন্ডের বাড়বকুণ্ড বাজারে অগ্নিকাণ্ড

fire picচট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে সোমবার সন্ধ‌্যার আগুনে পুড়েছে আটটি দোকান।

এ ঘটনায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনে সূত্রপাত। আগুনে মনোহারি, মুদি ও চায়ের দোকানসহ মোট আটটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।