জেল হত্যা: জাতীয় ৪ নেতাকে স্মরণ করেছে পিসিআইইউ ছাত্রলীগ

চট্টগ্রাম: জেল হত্যা দিবস পালন করেছে চট্টগ্রামের বেসরকারি পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) শাখা ছাত্রলীগ।

দিনটি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পন।

উক্ত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাজহারুল ইসলাম; ছাত্রনেতা শাহরিয়ার ইমন ও একরামুল হক বাবলু।

বক্তারা জাতীয় চার নেতার জীবনী, ইতিহাস আলোচনা করেন ও খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, সানি দেব জয়, মাজহারুল ইসলাম, নুর হোসেন; সাংগঠনিক সম্পাদক নুরুল আবচার সাগর, হারুন অর রশীদ জিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুল হাসান শিহাব, দপ্তর সম্পাদক আদনান কুরাইশি জয়নুল, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সৈকত ভৌমিক; উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল গনি মারুফ; সহ-সম্পাদক ইলয়াছ উদ্দিন আকাশ; সদস্য নজরুল ইসলাম রাজু, রাজু চৌধুরী,আরিফ, হাসিবুল হাসান রিপন, আবদুর রহমান রাকিব, আহমেদ আজিজ।

এছাড়া উপস্থিত ছিলেন ইফতেখার হোসাইন ইমন, এম.এ. নাবিল, ইফতেখারুল ইসলাম রিমন, তানভীর হোসেন, ইমরুল হাসান অনিক, দীপ্ত বড়ুয়া, সোহেল ফরিদ, এহসানুল কবির পায়েল, জুয়েল রানা তাহিন, আবু রায়হান, মোঃ আছিবুর রহমান, এম এন আরমান, মোঃ সাত্তার, আদনান, ফরহাদ, জয় দেব অনিক, সজীব, সাইফ রাফি, বিজয়, জয়, শিশির, মোহাম্মদ ইমরুল কায়েস, তানভীর, সিফাত আনোয়ার, রাশেদ আলম, মহি উদ্দীন, সাইফ হাসান, শাব উদ্দিন, আরিফুল ইসলাম, হায়দার বিন আনসার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেল হত্যার দিনটি মানবসভ্যতার ইতিহাসের আরেকটি কলঙ্কিত দিন। স্বাধীন বাংলাদেশের যে কয়টি দিন চিরকাল কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, তার একটি ৩ নভেম্বর। বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।