ধর্মঘটে চট্টগ্রামে পণ্য খালাস বন্ধ

shipচট্টগ্রাম: নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটে চট্টগ্রাম থেকে সব ধরনের লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত ১২টা থেকে লাগাতার এই কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের নৌযান শ্রমিকরা। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সব ধরনের পণ্য খালাস কার্যত বন্ধ রয়েছে।

বাংলাদেশ নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ বশির জানান, সরকার ঘোষিত মজুরি মালিকরা বাস্তবায়ন করেনি। তাই আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করছি। এতে বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে অয়েল ট্যাংকার শ্রমিকদের কাজ চলছে। দাবি না মানা পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।

দাবিগুলোর মধ্যে আছে- সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনঃনির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও নদীর নাব্যতা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা।

প্রসঙ্গত গত ২০ এপ্রিল মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালন শুরু করেছিলেন নৌযান শ্রমিকরা। আন্দোলনের ছয় দিনের মাথায় মালিক ও শ্রমিকদের নিয়ে নৌমন্ত্রীর বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। ওই বৈঠকে সর্বনি¤œ মজুরি সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ তা বাস্তবায়ন না করে আদালতে রিট করে।