
নিজস্ব প্রতিবেদক : তামিম ইকবালের পর দেশের মাটিতে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। মুশফিকের এটি দ্বিতীয়, বাংলাদেশের চতুর্থ ডাবল সেঞ্চুরি।
ডাবল সেঞ্চুরি করার পর মাঠে সিজদা করে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন মুশফিক। ডাবল সেঞ্চুরির পর মিরপুর স্টেডিয়ামের পুরো গ্যালোরিতে করতালি দিয়ে শুধু মশফিকের নাম ধ্বনিত হচ্ছিল। ডাবল সেঞ্চুরির মাধ্যমে কুমার সাঙ্গাকারা, মাহেন্দ্র সিং ধোনি ও অ্যান্ডি ফ্লাওয়ারের মতো তারকা খেলোয়াড়দের পেছনে ফেললেন মুশফিক।
২০১৩ সালে মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির এলিট ক্লাবে ঢুকেছিলেন। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম করেছিলেন ২০৬ রান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে সাকিবের ব্যাট থেকে ২১৭ রান। আজ মুশফিক করলেন ২১৯ রান।
বাংলাদেশের দীর্ঘতম ইনিংস খেলেছেন। বলের হিসেবেও দীর্ঘতম ইনিংসের রেকর্ড গড়েছেন। ২০০০ সালে অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুল ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন। মুশফিক দুদিন মিলিয়ে ২২ গজে এখন পর্যন্ত পার করেছেন ৫৮৯ মিনিট। বলের হিসেবে মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে গলে খেলেছিলেন ৪১৭ বল।
একুশে/এসসি
