চট্টগ্রাম: জনগনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।
বুধবার নগরীর পাঁচলাইশ থানাধীন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
পুলিশ কমিশনার বলেন, ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অন্য মুসলমান এবং মানুষ বেশী নিরাপদ থাকবে এটাই ইসলামের শিক্ষা। মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। চট্টগ্রাম শহরে প্রায় ৭০ লক্ষ লোক বসবাস করে। জনগনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়।
কারো আচরণ অস্বাভাবিক কিংবা সন্দেহজনক মনে হলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান পুলিশ কমিশনার ইকবাল বাহার।
সভায় উপস্থিত ছিলেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোঃ ওয়ারীশ ও পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ প্রমুখ।
