চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ মিয়া ও মোশাররফ হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার খইয়াছরা ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হোসনে আরা বেগম (৩১) ওই গ্রামের জহির উদ্দিনের স্ত্রী। হোসনে আরার বাবার বাড়ি সোনাগাজী উপজেলার চট্টগ্রাম সমাজ গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, বুধবার রাতে সে মায়ের সাথে একত্রে ঘুমায়। রাত প্রায় ৩টায় প্রাকৃতিক কাজ সারতে বাহিরে যাওয়ার জন্য মাকে ডাকলে মায়ের কোন সাড়া পাইনি। পরে আলো জালিয়ে ঘরের মেঝেতে মাকে রক্তাক্ত অবস্থায় দেখি। চিৎকার শুনে বাড়ির লোকজন আসে।
সে জানায়, তার মায়ের শরীরে থাকা স্বর্ণালংকারও খুনীরা নিয়ে যায়।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এমএকে ভূইয়া বলেন, লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
