নিজস্ব প্রতিনিধি : বিএনপির মনোনয়নপত্র বিক্রি ও জমা শেষ হয়েছে। পাঁচ দিন ধরে মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ৩শ’ আসনের বিপরীতে সাড়ে চার হাজারের বেশি ফরম বিক্রি হয়েছে। প্রথম দিকে বিপুল সংখ্যক ফরম বিক্রি হলেও শেষ দিনে চাপ কিছুটা কম ছিল। এদিন কেনার চেয়ে ফরম জমাই বেশি পড়েছে।
রোববার (১৮ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। পরে ধারাবাহিকভাবে অন্য বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানিয়েছেন।
সারাদেশ থেকে আসা নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগান আর নিজ প্রার্থীর প্ল্যাকার্ড, ফেস্টুনে মুখর ছিলো এসব মিছিলে আসা নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপি কর্মীদের প্রত্যাশা-আগামী নির্বাচনে জয়ী হলে মুক্তি মিলবে দলের চেয়ারপার্সনের। তবে, প্রথম দুই দিন নয়া পল্টন কার্যালয়ে নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় ছিল। কিন্তু বুধবার সংঘর্ষের পর তাতে কিছুটা ভাটা পড়ে।
একুশে/আরসি/এসসি
