চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত

চট্টগ্রাম: উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় নগরী আন্দরকিল্লা এলাকার জেএম সেন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এসময় বিভিন্ন মঠ, মন্দির থেকে মূল শোভাযাত্রায় যোগ দেন হাজারো কৃষ্ণভক্ত। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেএম সেন হলে গিয়ে শেষ হয়।

এর আগে জেএম সেন হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী।

তিনি বলেন, স্বাধীনতা প্রশ্নে এক হয়ে আমরা হিন্দু-মুসলিম এক হয়ে জীনন বাজি ধরেছিলাম। পাক-বাহিনী অস্ত্র ফেলে দিয়ে পালিয়েছিল। আমাদের এক হয়ে আজ আবার জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হয়েছে। আমরা সফল হবো। সাম্প্রদায়িক শক্তির স্থান এই মাটিতে হয়নি, হবেনা। এই জমায়েত থেকে আজ জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা এক হওয়ার শপথ নিলাম।’

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত বলেন, চট্টগ্রাম থেকে জন্মাষ্টমী পরিষদের যাত্রা শুরু হয়েছিল। এটি এখন জাতীয় সংগঠনে পরিণত হয়েছে। এবারের জন্মাষ্টমী উৎসব থেকে আমরা দিয়েছি জঙ্গিবাদের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে হুংকার।

শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার আয়োজন জন্মাষ্টমীর এ শোভযাত্রা। প্রত্যেক ধর্মেই গাওয়া হয়েছে শুধুমাত্র মানবতার জয়গান। জাতি-ধর্ম ভিন্ন হলেও এ চেতনায় বাঙালি এক হয়ে কাজ করছে।’

বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শোভাযাত্রা উপ পরিষদের আহ্বায়ক দীলিপ দাশ প্রমুখ।