খালেদা জিয়া সরকারের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছেন : ফখরুল

একুশে ডেস্ক : কারাগারে বিএনপি নেত্রীর সঙ্গে সর্বশেষ দেখা করার সময় তিনি ড. কামালকে সালাম দিয়েছেন এবং সরকারের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছেন এমনটাই বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিচার ব্যবস্থায় নৈরাজ্য চলছে। সরকারের হুকুমে চলছে নিম্ন আদালতও। এসময় ইসিকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবাইকে সমান সু্যোগ তৈরি করার আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, ড. কামালকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে যাব। আমরা বি চৌধুরীর কাছে ঐকের জন্য গিয়েছিলাম কিন্তু তিনি আসেননি অথবা তাকে আমরা বোঝানোর মত করে বোঝাতে পারিনি কিংবা তিনি বুঝতে পারেননি।

এ সময় আইনজীবীরা বি চৌধুরীকে বেঈমান বেঈমান বলে শ্লোগান দেন

একুশে/ডেস্ক/এসসি