বেরোবিসাস সাংবাদিকের ওপর হামলা, চবিসাসের নিন্দা-প্রতিবাদ


চবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বাপ্পি হাসান সবুজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে প্রশাসানিক, একাডেমিক ও সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে চবিসাস সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘আমরা জানতে পেরেছি, গতকাল শুক্রবার সন্ধ্যায় বান্ধবীকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় আইনশৃঙ্খলা বাহিনীর সামনে সাংবাদিক বাপ্পি হাসান সবুজের ওপর নৃসংশ হামলা চালায় বিশ্ববিদ্যালয়টির কিছু ছাত্রলীগ কর্মী।

পুলিশের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন উল্লেখ করে বিবৃতিতে, এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া ছাত্রলীগের ভার্বমূতি ক্ষুন্নকারীদের বিরুদ্ধে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়, সেজন্য ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানানো হয়েছে বিবৃতিতে।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন গণমাধ্যমে পরিপন্থী। মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেন ভবিষ্যতে কেউ এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের দুঃসাহস না করে।

এ ছাড়া দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজকে কঠোর কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সাংবাদিক সমাজের যে কোন সিদ্ধান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পূর্ণ সমর্থন থাকবে বলে জানান নেতৃবৃন্দ।