বিএনপিকে ৫০ আসনের তালিকা দিয়েছে জামায়াত

নিজস্ব প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে ৬০টি আসন থেকে স্বতন্ত্রভাবে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের প্রার্থীরা। এই ৬০ জন প্রার্থী থেকে যাচাই-বাচাই করার পর ৫০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে।

এ তালিকা নিয়ে গতকাল (শনিবার) জামায়াতের একটি প্রতিনিধি দল ২০ দলীয় জোটের নেতৃত্বদানকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের কাছে তালিকা পৌঁছে দেয় বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তালিকা দেওয়ার বিষয়ে নিশ্চিত নন বলে জানা গেছে। ২০ দলীয় জোটের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি।

একুশে/এসসি