‘এসএসসি’র ফরম পূরণে অনিয়মের সত্যতা মিললে এমপিও বাতিল’

ঢাকা : এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে সতর্ক করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। এসব ঘটনার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষক ও কর্মচারীদের দায়ী করেন শিক্ষা সচিব।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) ব্যানবেইজে সততা স্টোরের উদ্বোধন ও দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি।

শিক্ষা সচিব বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা মেনে নেওয়া হবে না। যথেষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি ও এমপিও বাতিল করে আইনানুগ ব্যববস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করছে। দুদক কাউকে ছাড় দেবে না। দুর্নীতি-অনিয়ম বন্ধে দুদকের অভিযান চলছে।

একুশে/এসসি