কোরিয়ায় পিএইচডিরত তরুণ গবেষক ঢাকায় নিখোঁজ

কোরিয়ান বন্ধুদের সঙ্গে নিখোঁজ এনামুল হক মনি (বামে)-ফাইল ছবি

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি : কোরিয়ায় পিএইচডি অধ্যয়নরত, তরুণ গবেষক এনামুল হক মনি ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন।

বুধবার রাত ১টা ৪৫ মিনিটে ক্যাথে প্যাসিফিক ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তার রওয়ানা হওয়ার কথা ছিল। বিমানবন্দরে প্রবেশের পূর্বমুহূর্তে কে বা কারা এনামুল হক মনিকে তুলে নিয়ে যায়।

বৃহস্পতিবার সারাদিন কোনো সংবাদ না পাওয়ায় রাত ১২টার পরে একটা মোবাইল থেকে এনামুলের বড় ভাইকে ফোন দিয়ে দেড় লাখ টাকা দিতে বলে। এরপর শুক্রবার সকালে এনামুলের মোবাইল থেকে তার স্ত্রীকে ফোন দিয়ে টাকা দাবি করা হয়।

দাবি অনুযায়ী এনামুলের পরিবারের পক্ষ থেকে ডাচবাংলা ব্যাংকের পাঠানো হিসাব নম্বরে ৮০ হাজার টাকা এবং বিকাশে ২০ হাজার টাকা পাঠানো হয়। এরপর প্রথমর যে মোবাইল থেকে যোগাযোগ করা হয় সেটি এবং এনামুলের মোবাইল ফোন দুটোই বন্ধ রয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) এ ব্যাপারে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। দুই দিনেও স্বামীর খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় দিন পার করছে এনামুলের স্ত্রী-স্বজনেরা।

এনামুল হক মনির স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা আইনশৃংখলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এনামুলকে উদ্ধারে র‍্যাব সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এনামুলের বড় ভাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদুল আলম।

একমাস আগে পিএইচডি থিসিস জমা দিয়ে দেশে বেড়াতে আসেন তরুণ গবেষক এনামুল। কয়েকদিন আগে আন্তর্জাতিক জার্নালে ক্যান্সার নিয়ে তার একটি নিবন্ধ প্রকাশিত হয়।

একুশে/ওএফএইচ/এটি