
নিজস্ব প্রতিনিধি : দুই দিনের মধ্যে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জোটকে ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে বলে জানান তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টির সঙ্গে আসন বন্টন নিয়ে আজ (শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বলে শরিকদের পক্ষ থেকে জানা গেছে। আসন বন্টন নিয়ে শরিকরা অনেকটাই আশাবাদী বলে জানিয়েছেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
শনিবার (২৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটভুক্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, আসন বণ্টন নিয়ে জোটভুক্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। জোটকে ৬৫ থেকে ৭০ এর মতো আসন দেয়া হবে। রাতের মধ্যে আসনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এরপর আগামীকাল কিংবা পরশুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।
জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। উভয়পক্ষের স্বার্থ রক্ষা করে সম্পর্ক অটুট রেখে আমাদের এগুতে হবে। আবেগে সিদ্ধান্ত নেয়া যাবে না।
একুশে/এসসি
