
ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের দাবিতে কম গুরুত্ব দিয়েই মহাজোটে থাকতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
জোটগতভাবে নির্বাচনী আসন বন্টন নিয়ে শনিবার (২৪ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর সঙ্গে প্রায় চার ঘন্টা বৈঠক করেন রুহুল আমিন।
বৈঠক শেষে এ বি এম রুহুল আমিন গণমাধ্যমকে জানান, নির্বাচনে যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা চলছে। প্রকৃতপক্ষে লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুল পথে চলতে হবে, এখানে আবেগের সুযোগ নেই।
২০০৮ সালে ২৭টি আসন জয়ী জাতীয় পার্টি এখন সংসদে আসন ৩৪টি। একাদশ সংসদ নির্বাচনে অন্তত ৪০টি আসন আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি পেতে চায় বলে দলটির নেতাদের কথায় আভাস মিলছে।
দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি সমঝোতার ভিত্তিতে আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেই অংশি নিয়েছিল।
আলোচনায় হাওলাদারের সঙ্গে জাতীয় পার্টি থেকে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ ছিলেন।
একুশে/এসসি
