
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকার চিঠি হাতে পেয়েছেন বর্তমান সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এর মধ্যে এ আসনে তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে নিজের অগ্রযাত্রা অব্যাহত রাখলেন তিনি।
মনোনয়ন চিঠি পাওয়ার বিষয়টি একুশে পত্রিকাকে ড. হাছান মাহমুদ নিজেই নিশ্চিত করেছেন। এসময় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার নেত্রী আমার ওপর আস্থা রেখেছেন তাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। গত ১০ টি বছর এলাকায় সব স্তরের মানুষের জন্য আমার দরজা উন্মুক্ত ছিল। যারা আমাকে ভোট দিয়েছে যারা দেয় নি এবার সময় এসেছে তাদের দ্বারে যাওয়ার। নৌকার প্রতীক নিয়ে তাদের দ্বারে গেলে যাতে আমাকে ফিরিয়ে না দেয় এই প্রত্যাশাই করি।
একুশে/আরএইচ
