চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক পরীক্ষার্থী নিহত হয়েছে।
রোববার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটিয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মিজানুর রহমান।
নিহত জান্নাতুল মাওয়া (১১) পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের দিদারুল আলমের মেয়ে। সে বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
ট্রাফিক পরিদর্শক মিজানুর রহমান বলেন, অভিভাবকসহ পরীক্ষাকেন্দ্র কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে বাসা থেকে বেরিয়েছিল জান্নাতুল মাওয়া। মনসা ছিলাশাহ মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জান্নাতুলকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
