বিএনপির ক্রমাগত মিথ্যাচার নির্বাচনী পরিবেশকে কলুষিত করছেঃ ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ও রিজভী আহমেদ ক্রমাগত মিথ্যাচার করছে। যা নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রামে দেওয়ানজি পুকুর পাড় এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।

প্রতিদিন সকাল বিকাল প্রপাগান্ডা ছড়ানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর কাজ উল্লেখ করে তিনি বলেন, সরকারী কর্মকর্তাদের বৈঠকের মিথ্যে খবর নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। অথচ ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর সচিব ইডকলের একটি বৈঠকে, এপিএস গণভবনে, জনপ্রশাসন সচিব তার কার্যালয়ে ছিলেন। যার ভিডিও ফুটেজ ও সংবাদ গণমাধ্যমের কাছে আছে।  ফলে গোপন বৈঠক নিয়ে বিএনপির অভিযোগটি বানোয়াট, আজগুবি ও মিথ্যাচার। এসময় জঘন্য মিথ্যাচার করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও রিজভী আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে অভিযোগ উপস্থাপন করে প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা নির্বাচনের মাঠে নেমে বুঝতে পেরেছে তাদের অবস্থা শোচনীয় । সে কারণে তারা একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

একুশে/আরএইচ