
ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের বেশ কয়েকজন আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে পরিচিত মুখের পাশাপাশি নতুন মুখও থাকছে।
গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে নির্বাচন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর বোন আছিয়া বেগমের সন্তান শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন।
গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম নির্বাচন করবেন; তিনি বঙ্গবন্ধুর বোন আছিয়া বেগমের ছেলে।
শেখ সেলিমের ভায়রা হলেন সাবেক তথ্যমন্ত্রী ও জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ। তিনি একই আসন থেকে আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন নির্বাচন করবেন; তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে।
বঙ্গবন্ধু পরিবারের আরেক তরুণ বাগেরহাট–২ আসনে মনোনয়ন পেয়েছেন। নাম শেখ সারহান নাসের তন্ময়। তার বাবা বাগেরহাট–১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন। নতুন মুখ তন্ময়কে মনোনয়ন দিতে বাদ পড়েছেন মীর শওকত আলী বাদশা।
খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাইয়ের ছেলে শেখ সালাহউদ্দিন জুয়েল। তাকে জায়গা দিতে সেখানে বাদ পড়েছেন বর্তমান সাংসদ মিজানুর রহমান।
আবার বরিশাল-১ আসনে প্রার্থী হয়েছেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতের বড় ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ।
হাসানাত আবদুল্লাহর ছোট বোনের দেবর হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবুল আলম হানিফ। তিনি সম্পর্কে শেখ হাসিনার বেয়াই।
শেখ হাসিনার ফুফাতো ভাই প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে নূর-ই আলম চৌধুরী লিটন মাদারীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।
ফরিদপুর-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও শেখ হাসিনা সম্পর্কে বেয়াই-বেয়াইন। একই আসনে আবার মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ননদের স্বামী হলেন ডা. হাবিবে মিল্লাত; তিনি সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার বড় বোনের নাতনি হলেন গাইবান্ধা-২ আসনের এমপি মাহবুব আরা গিনি; তিনি একই আসনে আবার মনোনয়ন পেয়েছেন।
প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার খালা শাশুড়ি। সে হিসেবে জিল্লুর রহমান হলেন শেখ হাসিনার তালই। জিল্লুর রহমান ও আইভী রহমানের সন্তান কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একই আসনে আবার মনোনয়ন পেয়েছেন পাপন।
শেখ হাসিনার সম্পর্কে ফুফা হলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু। তার স্ত্রী প্রয়াত ফিরোজা হোসেন সম্পর্কে শেখ হাসিনার ফুফু। আসন্ন সংসদ নির্বাচনে একই আসন থেকে আবার নৌকার মাঝি হয়েছেন আমু।
