রাউজানে মনোনয়নপত্র জমা দিলেন ফজলে করিম

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-৬ আসনে (রাউজান) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, এবিএম ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএম ফজলে করিম চৌধুরী ২০০১ সাল থেকে টানা চারবার আসনটি দলকে উপহার দিয়ে আসছেন। সর্বশেষ,২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হবার পর তিনি রেল মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান।তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

একুশে/আরএইচ