
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রির্টানিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. আফসারুল আমিন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুল,যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী প্রমুখ।
১৯৯৬ থেকে টানা ৪ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আফসারুল আমিন।সর্বশেষ, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনে ডা. আফছারুল আমিন সাংসদ নির্বাচিত হন।নির্বাচনে জিতে তিনি নৌপরিবহনমন্ত্রী হিসেবে শপথ নেন। মন্ত্রিসভা রদবদল হলে তিনি দায়িত্ব পান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের।২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
একুশে/আরএইচ
