বন্দর-পতেঙ্গা আসনে মনোনয়নপত্র জমা দিলেন লতিফ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-১১(বন্দর-পতেঙ্গা)আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।বুধবার (২৮ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এম এ লতিফ ২০০৯ সালে দুই বছরের জন্য চিটাগাং চেম্বার অফ কমার্সের সভাপতি নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম শহরের, চট্টগ্রাম-১০ সংসদীয় আসন হতে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এবং চট্টগ্রাম-১১ সংসদীয় আসন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন।

এসময় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী উপস্থিত ছিলেন।

একুশে/আরএইচ