
চবি প্রতিনিধি : বিশ্বকে জানতে ও জানাতে ডিজিটাল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আধুনিক বিশ্বে কি ঘটছে, জ্ঞান-বিজ্ঞানের নব নব আবিষ্কার বিশ্বকে কোন পথে পরিচালিত করছে এই সবকিছু জানতে এবং জানাতে আমাদের মিডিয়ার ইতিবাচক ভূমিকাসহ ডিজিটাল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ডিজিটাল জার্নালিজম আমাদের সুযোগ ও সম্ভাবনার দ্বার অবারিত-সম্প্রসারিত করবে এবং সামনে এগিয়ে যেতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আধুনিক প্রযুক্তির নেটওয়ার্কিং যাতে নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ হতে না পারে এ বিষয়েও মিডিয়াকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।
বুধবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানীর ডিডব্লিউ একাডেমির যৌথ উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের ব্যাবসা প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতা শিক্ষা শীর্ষক নেটওয়ার্কিং কনফারেন্স এসব কথা বলেন তিনি।
এসময় আধুনিক জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য এবং আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী বিজ্ঞানের জয়যাত্রার এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কনফারেন্স আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান।
উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের যে প্রত্যয় ও অঙ্গীকার ঘোষণা করেছিলেন তা আজ সাধারণ মানুষের কাছে দৃশ্যমান এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন এক বিষ্ময়।
তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন সৎ-দক্ষ-যোগ্য ও বিজ্ঞানমনষ্ক মানব সম্পদ। সম্পদ ও সুযোগের যথাযথ ব্যবহারের মাধ্যমে মেধাবী তরুনরাই বিনির্মান করবে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
চবি সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফারজানা করিম ও জনাব মাধব চন্দ্র দাস-এর পরিচালনায় এ কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, সাবেক চীফ ইনফরমেশন কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান ও ডিডব্লিউ একাডেমির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক কো-অর্ডিনেটর প্রিয়া এসেলবর্ন, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি জনাব মো. আবুল কালাম আজাদ, উক্ত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ এবং প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
একুশে/আইসি/এসসি
