
চট্টগ্রাম : উৎসবমুখোর পরিবেশে চট্টগ্রামে মনোনয়পত্র জমা দেওয়া শুরু হয়েছে। রাজনৈতিক দলের প্রর্থীরা বুধবার বিভাগীয় কমিশনার এবং জেলা রির্টানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রত্যেক মনোনীত প্রার্থীদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের প্রার্থী কল্যাণ পার্টির প্রধান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একুশে/এসসি
