ঐক্যফ্রন্ট মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : কাদের

ফাইল ছবি

 

ঢাকা : ঐক্যফ্রন্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট এখন আর ঐক্যবদ্ধ নেই।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তাদের প্রার্থীরা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে ঢালাওভাবে এমন অভিযোগ না দিয়ে তথ্যপ্রমাণ দিয়ে কথা বলুক। অন্ধকারে ঢিল ছোড়া তাদের পুরোনো অভ্যাস। বিএনপির কয়েকজন নেতার নমিনেশন জমা না দিতে পারাটা তাদের আভ্যন্তরীণ বিষয়। মনগড়া অভিযোগ আনলে হবে না। বিএনপির ভেতরে জগাখিচুরি অবস্থা।

জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছে সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা অভিনব কিছু নয়। বিএনপির দৃষ্টিতে জামায়াতের সবাই মুক্তিযোদ্ধা। তারাতো বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের মহানায়ক মানেনি। জামায়াতকে ছাড়া বিএনপি অচল। তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে সেটিও বিএনপির সঙ্গে মিলে জামায়াত করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, মহাজোটের মধ্যে বড় কোনো সমস্যা নেই। ছোটখাটো সমস্যা আছে। আলোচনা চলছে। আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতাকে নমিনেশন না দেয়া নির্বাচনী পরিকল্পনার অংশ, অযোগ্যতার জন্য নয়।

এছাড়া, জাতীয় পার্টির আসন বাড়বে না কমবে সেটা পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানেন বলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্তব্য করেন।

একুশে/আরএইচ/এটি