চট্টগ্রামে যুবক খুন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ছুরি মেরে ফয়সাল (১৮) নামের এক যুবককে খুন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে খালপাড় পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল বাকলিয়ার মিয়াখান নগর এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় কায়সার (২২) ও আব্দুল্লাহ (১৮) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বিভিন্ন কমিউনিটি সেন্টারে বেয়ারার কাজ করতেন।

বাকলিয়া থানার ওসি আবুল মনসুর জানান, রাতের অন্ধকারে খালপাড়ে বসে গল্প করছিলেন গ্রেফতার কায়সার ও আব্দুল্লাহ। এসময় ওই পথ দিয়ে যাওয়ার সময় ফয়সাল ও তার এক বন্ধু তাদের কাছে অন্ধকারে বসে থাকার কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়সালকে ছুরি মারেন গ্রেফতারকৃতরা। এরপর আহত অবস্থায় রাতে ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।