চট্টগ্রামে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

court-buildingচট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার সফিকুল ইসলাম বাবু হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রবিবার চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজদ্দৌলা কুতুবী এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- স্থানীয় কবির আহমদের ছেলে মফিজ উদ্দিন, আছহাব উদ্দিনের ছেলে মোজাহের আহমদ, আমীন শরীফের ছেলে নুর হোসেন, জহির উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন, এজাহার মিয়ার ছেলে আহমদ হোসেন, গুরা মিয়ার ছেলে আবু আহমদ।

রাষ্ট্রপক্ষ আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬/৩০২/৩৪ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দেন বলে জানান এপিপি আব্দুর রশীদ।

এছাড়া একই রায়ে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বলেও জানান তিনি।

বেখসুর খালাস প্রাপ্তরা হলেন- নুরু, মো.ইউসুফ, আব্দুল মোমেন, মোহাম্মদ হারুন, লেদু মিয়া, রফিক আহমদ।

জানা যায়, ১৯৯৯ সালের ২ মে বৈলছড়ি হাইস্কুলের পাশে রাস্তার উপর গভীর নলকূপ থেকে সেচের পানি সরবরাহকে কেন্দ্র করে দুলা মিয়ার ছেলে সফিকুল ইসলাম (বাবু) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় কুপিয়ে আহত করা হয় তার ভঅই ছৈয়দুল ইসলাম।

এঘটনায় সফিকুলের বাবা দুলা মিয়া বাদী হয়ে মিজবাহ উদ্দিনসহ ১১জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৩ নভেম্বর তদন্ত শেষে মোট ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অভিযোগপত্রে মোট ২৫জনকে সাক্ষী করা হয়। ২০০৪ সালে ২৫ জানুয়ারী ১৩জনের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় এ মামলার চার্জগঠন করে আদালত। মামলায় মোট ১৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করা হয়।