জাপার নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা

ঢাকা : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রেসিডিয়াম সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে।

জানা গেছে, সোমবার বেলা ১১টায় রদবদলের চিঠিতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপা চেয়ারম্যান এরশাদ কর্তৃক জারিকৃত নির্দেশনাপত্রে বলা হয়েছে পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক নতুন মহাসচিব নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে।