
ঢাকা : মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিলের কারণে দেশের ছয়টি আসনে বিএনপির কোন প্রার্থী থাকলো না।
আসনগুলো হলো বগুড়া-৭, ঢাকা-১, শরীয়তপুর-১, মানিকগঞ্জ-২, রংপুর-৫, জামালপুর-৪ আসন।
বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রার্থীতা বাতিল করা হয়েছে জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া অরপানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা হওয়ায়। এই আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপি অপর দুই প্রার্থী হলেন গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ লিটন ও শাহজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার বাদল।
জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদুল কবির তালুকদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে পদত্যাগপত্র গৃহীত না হওয়ায়। এই আসনে বিএনপি বিকল্প কোনো প্রার্থী দেয়নি।
নথিতে ত্রুটি থাকার কারণে রংপুর-৫ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য সোলায়মান আলম ফকির এবং জেলা বিএনপির সদস্য মমতাজ হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
তিন হাজার ৮১৫ টাকা টেলিফোন বিল বকেয়া থাকায় শরীয়তপুর–১ আসনে বিএনপির প্রার্থী সরদার নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মানিকগঞ্জ-২ আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। কিন্তু সেইসব মনোনয়নপত্রে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষর সঠিক নয় বলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা-১ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার আবু আশফাক এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ ফাহিমা হোসাইন জুবলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদ থেকে আশফাকের পদত্যাগের নথি নির্বাচন কমিশনে না পৌঁছানোয় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া, স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণে ফাহিমার মনোনয়নপত্র বাতিল হয় বলেও জানান তিনি।
একুশে/আরসি/এসসি
