‘বহুমাত্রিক গবেষণা দেশ-জাতির কাঙ্ক্ষিত উন্নয়নের পূর্বশর্ত’

চবি প্রতিনিধি : মানসম্মত বহুমাত্রিক গবেষণা দেশ-জাতির কাঙ্ক্ষিত উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে সৃজনশীল কর্মযজ্ঞ পরিচালনার অন্যতম পাদপীঠ। এ পবিত্র শিক্ষাঙ্গনে নিরন্তর গবেষণার মাধ্যমেই সৃষ্টি হয় নতুন নতুন জ্ঞান। জ্ঞানের আলোয় অবারিত হয় দেশ-জাতির নবদিগন্ত। তাই মানসম্মত বহুমাত্রিক গবেষণা দেশ-জাতির উন্নয়নের পূর্বশর্ত।

মঙ্গলবার (৪ঠা ডিসেম্বর) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ এর ১১১ তম সভায় সভাপতির ভাষণে উপাচার্য এসব কথা বলেন।

এসময় উপাচার্য মুক্তিযুদ্ধে মহান শহীদদের স্মরণ করে বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, বাঙালির ত্যাগের মহিমায় ভাস্বর আনন্দের মাস।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ এবং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ ও বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিস এর সদস্যবৃন্দ।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিস-এর সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এম নুর আহামদ কর্তৃক উপস্থাপিত এজেন্ডাভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন।

একুশে/আইএস/এসসি