চবির খালেদা জিয়া হলের নামফলক অপসারণ

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের’ নামফলক অপসারণ করেছে চবি ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা সম্পাদক মিজানুর রহমান বিপুলের নেতৃত্বে কর্মীরা এই নামফলক সরিয়ে ফেলে। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা হলটিকে মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তরমন বিবির নামে নামকরণ করার দাবি জানায়।

এ বিষয়ে মিজানুর রহমান বিপুল বলেন, খালেদা জিয়া একজন দুর্নীতিবাজ। যার সরকার বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবং বর্তমানে তিনি এতিমদের অর্থ আত্মসাতের মামলায় কারাগারে রয়েছেন।

খালেদা জিয়াকে জঙ্গিমাতা ও অশিক্ষিত উল্লেখ করে তিনি বলেন, তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে হল থাকতে পারে না। আমরা ছাত্রসমাজ বিষয়টি মেনে নিতে না পেরে তার নামফলক সরিয়ে ফেলেছি। এবং প্রশাসনের কাছে ওই হলকে বীরপ্রতীক তারমন বিবির নামে নামকরণ করার দাবি জানিয়েছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, খালেদা জিয়ার নামফলক সরিয়ে ফেলার বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা বিষয়টি দেখছি।