
চট্টগ্রাম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগস্থ বাসভবন চত্ত্বরে অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এ এম নাজিম উদ্দিন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকে আওয়ামীলীগ ও সরকার দলীয় নেতাদের বক্তব্য, আচরণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ঔদ্বত্যপূর্ণ বক্তব্য প্রদান নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করার সামিল।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরী করতে নির্বাচন কমিশনকে আরো কার্যকর ভূমিক পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী কারাবন্দি ডা. শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান শামীম ও আবুল হাসেম বক্করসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, শাহেদ বক্স, সম্পাদকবৃন্দ মো. শাহ আলম, হামিদ হোসেন, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, ডা. এস এম সরওয়ার আলম, হাজী নুরুল আকতার, শহিদুল ইসলাম শহীদ, চকবাজার থানা সভাপতি সাইফুর রহমান বাবুল, সহসম্পাদকবৃন্দ মোঃ ইদ্রিস আলী, ডা. লুসি খান, শফিক আহমদ, ডবলমুরিং থানার সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, চকবাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গির, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, নগর ছাত্রদল সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, নগর বিএনপির সদস্য মো. জাকির হোসেন, আলমগীর আলী, রফিক সর্দার, বিএনপি নেতা আকতার খান, তৌহিদুস সালাম নিশাদ, জামাল আহমেদ, লিয়াকুর রহমান আজাদ, বেলায়েত হোসেন, এডভোকেট ইমতিয়াজ উদ্দিন তারেক, মো. সালাহ উদ্দিন, এস এম মফিজ উল্লাহ, খন্দকারনুরুল ইসলাম, আলা উদ্দিন আলী নূর, মনজুর আলম মনজু, সাদেকুর রহমান রিপন,নূর হোসেন নুরু, এম এ হালিম, ফারুক হোসেন স্বপন, আবু মহসিন চৌধুরী সৌরভ প্রিয় পালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল এর অসংখ্য নেতৃবৃন্দ।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এসসি
