সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে : ড. কামাল

ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিই, তখন থেকেই সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ড. কামাল হোসেন।

কামাল হোসেন বলেন, সরকারের প্রথম তো ধারণা ছিল যে, ২০১৪ সালের মতো যেনতেনভাবে একটা নির্বাচন করে কাটিয়ে দিল। এবারও আমরা অপ্রস্তত, আমরা কেউ নির্বাচনে অংশগ্রহন করব না তারা আরো পাঁচবছর এভাবে পেয়ে যাবে। কিন্তু যখনই আমরা সিদ্ধান্ত নিলাম, না আমরা নির্বাচনে সবাই মিলে আসছি। তখন থেকে দেখছি যে, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

নির্বাচনে কারচুপির শঙ্কা প্রকাশ করে তা ঠেকাতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সবাইকে ভোটের দিন ভোরবেলা থেকে ভোট দেওয়ার অনুরোধ করে কামাল হোসেন বলেন, এদিন ভোর থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ ভোট এদিক-সেদিক করতে না পারে।

সুষ্ঠু নির্বাচনের জন্য সংবাদমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে কামাল বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়ে আছে।  আমার অনুরোধ আপনারা আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও ক্ষমতাসীন দলের কার্যক্রমের ওপর নজর রাখবেন। আপনারা যেখানে দেখবেন যে, সরকারের লোকজন আইন লংঘন করছে, পক্ষপাতিত্ব করছে- এটা সঙ্গে সঙ্গে জনগণের সামনে তুলে ধরা। স্বাধীন নিরপেক্ষ নির্বাচনকে হস্তক্ষেপের অপচেষ্টা চলছে। আপনারা যদি সতর্ক থাকেন, আপনারা যদি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেন অনেকাংশে এসব চেষ্টা ঠেকানো যাবে।

এসময় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে জেএসডির আ স ম আবদুর রব, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, রেজা কিবরিয়া, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ, বিএনপির বরকত উল্লাহ বুলু, আবদুস সালামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

একুশে/এসসি