খায়ের আহমেদ তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রাম : কর্ণফুলী পেপার মিলসের প্রাক্তন কর্মকর্তা, রাঙ্গুনিয়ার প্রবীণ সমাজ-সংস্কারক হাজী খায়ের আহমদ তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে।

এই উপলক্ষে রাঙ্গুনিয়ার পদুয়ায় মরহুমের কবর জেয়ারত, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া খায়ের-জাহান ফাউন্ডেশনের পক্ষ থেকেও নগরীতে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, আলহাজ খায়ের আহমদ তালুকদার দক্ষিণ রাঙ্গুনিয়ায় মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রথম শিক্ষিত ব্যক্তি। ১৯৪৯ সালে রাঙ্গুনিয়া হাই স্কুল থেকে মেট্রিকুলেশন, ১৯৫১ সালে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কিছুদিন কর্ণফুলী পেপার মিলস, পাকিস্তানের করাচির বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। এরপর নিজ এলাকা রাঙ্গুনিয়ায় নিজের সর্বস্ব দিয়ে সমাজসেবা ও জনহিতকর কাজে জড়িয়ে পড়েন। যুক্ত হন বিভিন্ন স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়।

খায়ের আহমেদ তালুকদারের কনিষ্ঠ সন্তান একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুুকদার তার প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।