ঐক্যফ্রন্টের সোমবারের জনসভা স্থগিত

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী সোমবারের ঘোষিত সমাবেশ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ১০ ডিসেম্বর (সোমবার) জনসভা হবে না। এটি পরে হবে।

এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জনসভার কর্মসূচি ঘোষণা করেন।

সে সময় তিনি বলেন, ওইদিন দুপুর ২টা থেকে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হবে। জনসভা উপলক্ষে তারা পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন।